নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আর জি কর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি দাবিতে CITU পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি।
বুধবার আলিপুরদুয়ার শহরে CITU পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। ওই মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসে শেষ হয় ডুয়ার্সকন্যার সামনে এবং ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় CITU পক্ষ থেকে। এদিন CITU আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বিকাষ মাহালি জানান, ‘আর জি কর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি দাবি আমরা জানাচ্ছি।’
বুধবার আলিপুরদুয়ার শহরে CITU পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।

Leave a Reply