পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-শস্যবীমা নিয়ে জেলার চাষিদের সচেতন করতে ট্যাবলো রওনা দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে। পূর্ব বর্ধমান জেলা মূলত কৃষি নির্ভর জেলা। প্রতিটি ব্লকে ঘুরে ঘুরে এই ট্যাবলোর মাধ্যমে শস্য বীমা সম্পর্কে চাষিদের সচেতন করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই পরিস্থিতিতে কৃষিজীবিদের বীমা শস্য যোজনার আবেদন করিয়ে চাষে অগ্রগতি আনতে মরিয়া পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এমন অনেক কৃষক আছেন যারা গত বারে শস্য বীমার টাকা পেয়েছেন কিন্তু কিছু মানুষ সেই ক্ষতিপূরণ পাননি। কারণ তারা শস্য বীমায় আবেদনই করেননি। তাই এদিন বৃহস্পতিবার এই লক্ষ্যে জেলা প্রশাসনিক ভবন থেকে ট্যাবলোর উদ্বোধন করা হল।
অনাবৃষ্টি হোক বা অসময়ে বৃষ্টি, সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিতে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতিতে বেশি সংখ্যক কৃষিজীবিদের বীমা যোজনার আওতায় এনে চাষের পরিমাণ বৃদ্ধি করতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সরকার নির্ধারিত এলাকায় যে সকল চাষি নির্ধারিত ফসল চাষ করেছেন তাঁরা এই বীমার আওতায় আসবেন। কৃষিজীবিদের এই বীমা নিয়ে সচেতন করতেই ট্যাবলোর উদ্বোধন করা হল। জেলার প্রতিটি ব্লকে ব্লকে ট্যাবলোর মাধ্যমে এই প্রচার চালানো হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাঁদের ফসলের ক্ষতি হয়েছে তারা যাতে দ্রুত আবেদন করেন তাই এই উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জানা গেছে এই টেবলতে বিভিন্ন লোকগানের মাধ্যমে চাষীদের শস্য বীমা করতে সচেতন করা হবে । এই ডাবলু জেলার প্রতিটি ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় ঘুরবে । এক মাস ধরে চলবে এই ট্যাবলো নিয়ে চাষীদের সচেতন করার কাজ। এমনটাই জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। এদিন ট্যাবলোর উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষি দফতরের সকল আধিকারিক, এডিএম, কৃষি দফতরের কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।