গড়বেতা-৩ ব্লকের দোমুয়ানী জুনিয়ার হাই স্কুলে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের দোমুয়ানী জুনিয়ার হাই স্কুলে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক,( আর ডি কোর্ট) সন্দীপ চৌধুরী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, গড়বেতা সাউথ সার্কেলের স্কুল পরিদর্শক সহ অন্যান্য গুণীজন।এইদিন দিব্যেন্দু বাবু তাঁর ভাষণে বলেন, জেলায় অনধিক এক বছরে ১১ হাজার বাল্য বিবাহ হয়েছে। এটা এই এলার জন্য লজ্বার বিষয়। গড়বেতা-৩ ব্লক জেলার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই লজ্বা থেকে মক্ত হতেই হবে। এই বিষয়ে তিনি বিভিন্ন আইনের দিক তিনি বিশদে তুলে ধরেন। এছাড়া শিবিরে ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা, সাইবার প্রতারণা, খোরপোষ, তিন তালাক সম্পর্কে আলোচনা করা হয়। উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবক ও স্ব-সহায়ক দলের মহিলাদের প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (আর ডি) এর জজ সন্দীপ চৌধুরী। আসন্ন ১৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য লোক আদালতের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে সকলকে এই সুবিধা গ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *