ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মল্লিক চক তৃণমূল দলীয় কার্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে এই দিন মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ১১০ জন রক্তদাতা রক্ত দান করেছেন,এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজিব ঘোষ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক,অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ, সাগর মন্ডল,স্মৃতি রঞ্জন দত্ত,নবকোলা মসজিদের ইমাম মুক্তি হাসিফুল সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন সাইদুল মন্ডল,আজিম উদ্দিন মন্ডল,নিজামুদ্দিন মন্ডল,৭টি বুথ সভাপতি সহ সহ একাধিক নেতৃত্ব, তবে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের ৬৫ বছর বয়সী জয়ন্ত মুখার্জী, জেলার যেই প্রান্তে রক্তদান শিবির হোক না কেন সমস্ত দায়ভার নেন তিনি এমনটাই জানা গিয়েছে সূত্রে,তিনি জানিয়েছেন এই ৬৫ বছর বয়সে তিনি ১৫৭ বার রক্ত দিয়ে রাজ্যের রাজ্যে প্রথম সারিতে নাম রেখেছেন বলে জানিয়েছেন তিনি, এই দিন নবকোলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ন্ত মুখার্জীকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়, তবে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *