বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বৃদ্ধার স্বামী জূয়ারী, ছেলেরা ভাত দেয় না মাকে উল্টে শুনিয়ে দিয়েছে কটু কথা , বলেছে নিজের খাবার নিজে জোগাড় করে নিতে ।
অসহায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা তাই বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, বাড়ি যদিও কখনো কখনো বাঁকুড়া বলছে আবার বর্ধমানও বলছে কিন্তু সেটাই যে সঠিক এ কথা নিশ্চিত ভাবে বলতে পারছে না বৃদ্ধা।
মাথার উপর ছাদ নেই , মাঝেমধ্যেই সোনামুখী বড় আখড়াতে দিনযাপন করে আর দুপুরে খাবার সময় হলেই গুটি গুটি পায়ে চলে আসে সোনামুখী বিজে হাই স্কুলে, হাই স্কুলের শিক্ষকগণ অবশ্যই বৃদ্ধাকে নিরাশ করেননি, তাকে খাতির করে খেতে দেয়, বৃদ্ধার মুখে তাই শোনা যায় বিজে হাই স্কুলের প্রশংসা এবং শিক্ষকদের নাম করে খুব।
বিজে হাই স্কুলের শিক্ষকদের এসবে তেমন গুরুত্ব নেই, শিক্ষকদের বক্তব্য – বৃদ্ধা মানুষ তার উপরে মানসিক ভারসাম্যহীন , তিনি যদি এক মুঠো খেতে পায় তবে তার থেকে ভালো কি আর হতে পারে।
মানসিক ভারসামহীন বৃদ্ধা তৃপ্তি করে খায় তারপর আবার গুটিগুটি পায়ে ফিরে যায় বড় আখড়াতে আর এভাবেই চলছে তার দিন।