তমলুক পরিবার বৃন্দের শপথ “মাটির দুর্গাকে পুজো করবো,ঘরের দুর্গাকে রক্ষা করবো”।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মর্মাহত গোটা বাংলা।এই পরিস্থিতিতে বহু পুজো উদ্যোগতারা তাদের পুজো বন্ধ রাখার চিন্তাভাবনা করেছে। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর উপর সাধারন মানুষের রুজিরুটি জড়িয়ে থাকায় অধিকাংশ পুজো উদ্যোগতারা পুজো করতে চাইছেন। অন্যান্য পুজো উদ্যোগতাদের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আমরা পরিবার বৃন্দ। জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মধ্যদিয়ে তাদের ১০ তম বর্ষের পুজোর শুভ সূচনা হয়। সকাল থেকে পূজার্চনা ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে খুঁটি পুজো করা হয়।
পুজো উদ্যোগতাদের বক্তব্য, বর্তমান সামাজির পরিস্থিতিতে তারা পুজো বন্ধ করার পক্ষ নয়। বড় করে নয় ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে। তাদের এবছর শপথ ” মাটির দুর্গা পুজো করবো,ঘরের দুর্গাকে রক্ষা করবো”। আন্দোলন জারি থাকবে, দোষি শাস্তি পাক আমরা চাইবো। তবে সেই আন্দোলন পুজো বন্ধ করে নয়। পুজোয় বহু সাধারন মানুষের রুজিরুটি জড়িয়ে থাকে। তাদের কথা ভেবেই আমাদের পুজোর আয়োজন এমনটাই জানেন সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *