ছাতিন্দা শ্রী শ্রী তারা মা মন্দির নির্মাণের ইতিহাস।

0
88

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ছাতিন্দা শ্রী শ্রী তারা মা মন্দির কোলাঘাট বাসীর কাছে অজানা নয়,তবে এই তারা মায়ের মন্দির মন্দির খুব পুরাতন না হলেও পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা মায়ের আরাধনার জন্য যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায় নিত্যদিন,জানা গিয়েছে বাংলা বছরের ১৩৯৯ সালে প্রতিষ্ঠা হয় এই মন্দির, মন্দিরের পুরাতন ইতিহাস তুলে ধরলেন মন্দির কমিটির এক সদস্য, জানা গিয়েছে এলাকার বয়স্ক মানুষজন এবং এক শিল্পীর ভাবনায় তৈরি হয়েছে এই মন্দির,জানা গিয়েছে বহু বছর আগে কোলাঘাটের ছাতিন্দা এলাকায় গ্রামে ছিল এক অশ্বত্থ গাছ,তার নিচে গ্রামের বয়স্ক মানুষেরা মিলে এবং গ্রামেরই এক বাসিন্দা শিল্পী শিবপ্রসাদ দাস নিয়ে তৈরি করা হয় মাটির তারা মায়ের প্রতিমা,তবে প্রথমে তাল পাতা দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল মন্দির,সেই থেকেই শুরু হয় মায়ের আরাধনা,শুরু হয় দূর দূরান্ত থেকে ভক্তদের আনাগোনা,অবশেষে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি করা হয় পাকাপোক্তভাবে মন্দির, প্রত্যেক বছর বাংলা ফাল্গুন মাসের অমাবস্যা তিথি ধরে ধুম ধামের সহিত চলে মায়ের আরাধনা, আরাধনার পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকে আয়োজন করা হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, পাশাপাশি মনোরঞ্জনের জন্য যাত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মন্দির কমিটির তরফ থেকে,জানা গেছে নিত্যদিন চলে মায়ের আরাধনা সন্ধ্যা আরতি, আর প্রত্যেক আমাবস্যাতে মায়ের আরাধনাতে যথেষ্ট ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here