এবছর গণেশ পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে আলিপুরদুয়ার জেলার চা বলয়ের এলাকাগুলোতে।

0
163

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সামনেই গণেশ পুজো, অন্যবারের তুলনায় এবছর গণেশ পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে আলিপুরদুয়ার জেলার চা বলয়ের এলাকাগুলোতে। ফলে প্রতিমার বরাতও ভালো মেলায় হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে। তাদের কথায়, পূর্বে দুর্গা পুজো ছাড়া অন্য উৎসবের প্রতিমার সেরকম বরাত মিলতো না জেলার চা বাগান ও জঙ্গল ঘেরা এলাকাগুলোতে। আগে হাতে গোনা গণেশ পুজো হতো এই চা বাগান ঘেরা এলাকায়। তবে এবছর সংখ্যা অনেকটাই বেড়েছে। যার কারণে লাভের মুখ দেখতে পেরেছি আমরা। আশা করছি আগামীতে পুজোর সংখ্যা অনেকটাই বাড়বে। এবিষয়ে মৃৎশিল্পী লিটন পাল বলেন, ‘ আগে যেখানে চার থেকে পাঁচটা গণেশ মূর্তির বরাত আসতো, সে জায়গা এবছর ২৫টা মূর্তির বরাত এসেছে। ফলে স্বাভাবিক ভাবেই লাভের মুখ দেখতে পাচ্ছি আমরা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here