দুঃস্থ মানুষের কথা মাথায় রেখে তাদের প্রাথমিক চিকিৎসার কথা মাথায় রেখে “অভয়া ক্লিনিক” চালু করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসকেরা।

0
163

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- কলকাতার পর বর্ধমানে জুনিয়ার ডাক্তারদের উদ্যোগে চালু হল “অভয়া ক্লিনিক”। আর.জি.কর কান্ডের প্রতিবাদে হাসপাতাল গুলিতে সরকারি ভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন জুনিয়ার চিকিৎসকেরা। দূরদূরান্ত থেকে আগত গরীব মানুষের চিকিৎসা পরিষেবা ব্যহত হচ্ছে। সেই জায়গায় দূস্থ মানুষের কথা মাথায় রেখে তাদের প্রাথমিক চিকিৎসার কথা মাথায় রেখে “অভয়া ক্লিনিক” চালু করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসকেরা। বৃহস্পতিবার বর্ধমান শহরের টাউন হল ময়দানে ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দেওয়া কাজ শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে ২ টো অবধি এই ক্লিনিক চলবে। এখানে গাইনিক,প্রডিওট্রিক,মেডিসিন সহ আউটডোরের পরিষেবা গুলির অধিকাংশ এখানে দেওয়া হচ্ছে। জুনিয়ারদের সঙ্গে এদিন রুগী দেখছেন সিনিয়ার চিকিৎসকেরা। বিনামূল্যে এই রকম চিকিৎসা পরিষেবা পাওয়া খবরে অনেকেই ভিড় জমিয়েছেন টাউনহলের “অভয়া ক্লিনিকে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here