পাকুয়াহাট এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ উদ্যগ প্রশাসনের।

0
240

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়,পাকুয়াহাট এলাকার যেসব দোকানদার রয়েছে তাদেরকে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে দোকানের যাবতীয় জিনিপত্র রাস্তার উপর রাখা হচ্ছে যাচ্ছে রে পূজোর মুখে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হবে তাই পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করা হয় যাতে দোকানে যাবতীয় সামগ্রিক রাস্তার উপরে না রেখে রাস্তা ছেড়ে দোকানে যাবতীয় জিনিস রাখা হয়। যার ফলে কোন সাধারণ মানুষকে চলাচল করতে সমস্যা মুখে পড়তে না হয়।এদিন উপস্থিত ছিলেন বামনগোলা বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি,তরুণ কুমার রায় ও বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এ বিষয়ে অশোক সরকার বলেন যেভাবে ফুটপাত দখল করে পাকুয়াহাট এলাকায় দোকান চালানো হচ্ছে যার ফলে সাধারণ মানুষের চলো চলো সমস্যার মুখে পড়তে হচ্ছে তাই শুক্রবার রাতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনে যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় ফুটপাত দখল মুক্ত পড়তে পুলিশ প্রশাসন রাস্তায় নামে যাতে আগামী দুর্গাপূজার মুখে কোন সমস্যা না হয় সাধারণ মানুষের সেদিকে নজর রেখে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here