ডাবচা নবকোলা হাইস্কুলে প্রায় দুই শতাধিক দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে পরীক্ষার আয়োজন।

0
94

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শহর এবং গ্রামের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে অপরাজেয় নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মেধা অন্বেষনের বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে প্রায় দুই শতাধিক দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয় রবিবার, মূলত শিক্ষার মান বাড়াতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে, এইদিন বিদ্যালয়ে বিভিন্ন মহাপুরুষের মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্পণের মধ্য দিয়ে এই পরীক্ষামূলক কর্মসূচি শুরু করা হয়, এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার মুখার্জি, সংগঠনের তরফে উপস্থিত ছিলেন দীপক চৌধুরী, প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, অভীক প্রামাণিক সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here