সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে খোলা হয়েছে অভয়া ক্লিনিক।

0
230

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফোরামের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কেলোমাল সন্তোষিনী হাই স্কুলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এই অভয়া ক্লিনিক। ক্লিনিকে রয়েছে বিভিন্ন বিভাগের দশ জন চিকিৎসক। চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে ওষুধ। একদিকে যেমন আজীবন মেডিকেল কলেজ ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনায় একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন চলছে তেমনি সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। এদিনের ক্লিনিকে চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসার সমস্ত রোগীদের সামনে তাদের বিভিন্ন দাবি-দাওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here