তৈরি করা হচ্ছে ভবঘুরেদের ঘর, প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা।

0
45

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘন জনবসতিপূর্ণ এলাকায় তৈরি করা হচ্ছে ভবঘুরেদের ঘর৷ প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই গণস্বাক্ষর করা দাবিপত্র পুরসভাকে দিয়েছেন স্থানীয়রা৷ ভবঘুরেদের ঘর হলে নষ্ট হতে পারে এলাকার পরিবেশ। এই জন্য পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দারা সেখানে ভবঘুরেদের জন্য ঘর না করার জন্য পুরসভার দ্বারস্থ হন। যদিও বা পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন, আশ্রয়হীনদের সাময়িকভাবেই ওই জায়গায় রাখা হবে। এলাকাবাসীদের সেটা তিনি বুঝিয়েছেন। এদিকে এনিয়ে শনিবার বিকেল পাঁচটায় বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here