বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রেয়ী ব্যানার্জি।

0
834

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – পড়াশোনা থেকে খেলাধুলো সবেতেই যেন এক ধাপ এগিয়ে থাকে রাঙামাটির জেলা বাঁকুড়া। এবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় ক্যারাটে তে ব্রোঞ্জ পদক নিয়ে এলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে। আন্ডার সেভেনটিন বিলো ফোরটিএইট বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রেয়ী ব্যানার্জি।

বাড়ির ছোট মেয়েকে দশ বছর বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন মৈত্রেয়ীর মা রমা ব্যানার্জি। তিনি চেয়েছিলেন ছোট থেকেই মেয়ে যেন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচ বছর ধরে সফলভাবে উত্তীর্ণ হয়েছে এই মেয়ে। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে জেলার মুখ উজ্জ্বল করলো।

কলকাতার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে এই মাসে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সেখানে ২৩ টি জেলার অনেক ছেলেমেয়ে অংশগ্রহণ করে। সেখান থেকে সফলভাবে উত্তীর্ণ হয়ে ফিরে আসে মৈত্রেয়ী। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে খেলাও চালিয়ে যেতে চায় সে। পরবর্তীতে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে মৈত্রেয়ী। তার এই সাফল্য জেলার মেয়েদের স্বাভাবিকভাবেই ক্যারাটে শিখতে উৎসাহ জোগাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here