শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল।

0
251

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃষ্টিতে ভেজা দিনেও আরজিকর কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পথে নামলো রাজ্যের শাসকদল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় এক প্রতিবাদ মিছিল। এই দিন বরিদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে খামারি বাজারে এসে শেষ হয়। তাতে কয়েকশো তৃণমূল ও মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকেরা পা মেলান। তাঁদের দাবি, যে অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে সিবিআইকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি মূল অভিযুক্তকে খঁজে বার করে ফাঁসি দিতে হবে। সেইসঙ্গে রাজ্যের সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালে রোগী-সহ সাধারণ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। নেতৃত্বে ছিলেন বরিদা অঞ্চল তৃণমূল সভাপতি ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা, দলের এগরা ১ ব্লক যুব তৃণমূল সভাপতি শান্তনু নায়ক, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস, ব্লকের কর্মাধ্যক্ষ সুচরিতা সাউ, পঞ্চায়েত সদস্য পিয়ালি দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here