অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

0
166

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলার একাধিক এলাকা কার্যত জলমগ্ন, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়ি,দুর্ভোগ দেখা দিয়েছে এলাকার মানুষজনের মধ্যে,পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের একাধিক এলাকা কার্যত জলমগ্ন, অন্যদিকে ওই এলাকা থেকে বয়ে যাওয়া শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে ভাঙ্গন দেখা দিয়েছে নদীর পাড় গুলিতে, অঞ্চলের মাঝারিয়া,সোনাদীপা, কীর্তনবার সহ বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাশাপাশি অঞ্চলের একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছি বলে জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে, তবে আরো বৃষ্টিপাত যদি হয় তাহলে ভয়াবহ রূপ ধারণ করবে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাবিবুল শেখ, তিনি আরো জানিয়েছেন যে সমস্ত মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে সেই সব পরিবারগুলিকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পঞ্চায়েতের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে এই পরিস্থিতির মাঝে কার্যত দুর্ভোগ দেখা দিয়েছে অঞ্চলের একাধিক গ্রামের মানুষজনের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here