বায়ুমন্ডলের ওজন স্তরের ভারসাম্য রক্ষার্থে দূষণ রোধ করতেকাশিজোড়াতে সচেতনতা শিবিরের আয়োজন।

0
102

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বায়ুমন্ডলের ওজন স্তরের ভারসাম্য রক্ষার্থে দূষণ রোধ করতে হবে । নইলে ভূপৃষ্ঠে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে জীবন সঙ্কট দেখা দিতে পারে। আর এই জন্যই অবিলম্বে গড়ে তুলতে হবে জন সচেতনতা। ভারত সরকারের মিনিস্ট্রি অব অর্থ সায়েন্সের সৌজন্যে এবং চককুমার এসোসিয়েশন ফর সোস্যাল সার্ভিসের ব্যবস্থাপনায় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাসিজোড়া গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আন্তর্জাতিক ওজন দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এই কথাগুলো বলেন অধ্যাপক প্রশান্ত পাত্র। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশপুর কলেজের অধ্যাপক গঙ্গারাম মুর্মু,জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, বৃক্ষবন্ধু মনিকাঞ্চন রায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ত্রিদিব দাস বেরা।এইদিন দেড় শতাধিক অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কঠিন বর্জ্য পদার্থের পাশাপাশি কলকারখানা, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার,শব্দ দূষণ প্রভৃতির বিষয়ে জনসাধারণকে আরও সচেতন হওয়ার জন্য আবেদন জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক গঙ্গারাম মুর্মু। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক এক্ষেত্রে ব্লক, জেলা শিল্প কেন্দ্র, দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আদালতের হিউম্যান কমিটি ও গ্রিন ট্রাইবুনালের কার্যক্রমের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন এবং বিনা মূল্যে আইনি পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here