সকাল থেকেই ব্লকের পাকুয়াহাট ডাকবাংলা ডেলি মার্কেটে বিভিন্ন দোকানে হানাদেয় এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালাল।

0
123

নিজস্ব সংবাদদাতা, মালদা: — জেলাশাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের,পাকুয়াহাট এলাকার ডাকবাংলা ডেলি মার্কেটে হা না দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ। দুর্গাপুজো পুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি, আনাজপাতির অগ্নিমূল্য। তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি, আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন।বৃহস্পতিবার সকাল থেকেই ব্লকের পাকুয়াহাট ডাকবাংলা ডেলি মার্কেটে বিভিন্ন দোকানে হানাদেয় এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালাল।এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন–জেলাশাসকের নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে কি না দেখার নির্দেশ দেন বিশেষ করে আলু ব্যবসায়ীদের দাম বেশি নেওয়া হছে কি না তা নজর রাখা হয়।বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি, আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন। ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের কতটা তফাৎ রয়েছে তা যাচাই করেন। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন।বিভিন্ন বাজারে গিয়ে দেখা হল কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও ক্ষতি দেখা হয়।আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রশিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here