পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গোটা গ্রাম, পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

0
55

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এলাকায় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে গোটা গ্রাম, ঠিক সেই গ্রামে ই বিশাল বড় পাকার বাড়ি করে সপরিবারে বসবাস করতেন গণেশ ভূঁঞা নামে এক ব্যক্তি। কিন্তু বিশাল বড় বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকা। আর তার ফলেই বন্যার জলের প্রবল স্রোতে ভেঙে পড়ে বিশাল বড় পাকার বসত বাড়ি।
সেই বাড়ি সহ এলাকা দেখতেই এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভেঙে যাওয়া বাড়ির মালিক। কাঁদতে থাকেন গোটা পরিবার। তবে বিরোধী দলনেতা তাদের পাশে থাকার আশ্বাস দেন। এবং পাশাপাশি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে যান তিনি।
পাশাপাশি ওই এলাকার বন্যা দুর্গতদের জন্য শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিপল এবং খাওয়ার,পানীয় জল পাঠিয়ে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here