মঙ্গলদাড়িতে পানীয় জল সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলে রাস্তা অবরোধ বন্যাদুর্গতদের।

0
76

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকা, চাষের জমি থেকে শুরু করে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জলমগ্নের কারণে, বহু মানুষ আটকে রয়েছে বিভিন্ন জায়গায়, এই পরিস্থিতির মাঝে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা এলাকা পরিদর্শন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরপর বন্যা দুর্গতদের স্বার্থে একাধিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু অভিযোগ পানীয় জল, খাবার সহ বহু মানুষকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ বন্যা দুর্গতদের , এই অভিযোগ তুলে শুক্রবার পাঁশকুড়াতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বন্যা দুর্গত মানুষজন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় বলে জানা যায়, এই অবরোধের ফলে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা গিয়েছে জাতীয় সড়ক জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here