পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা জলমগ্ন, কার্যত কিসি জমি জলের তলায় ভেঙে গিয়েছে একাধিক বাড়ি,কার্যত দুর্ভিক্ষের চিত্র উঠে এসেছে বিভিন্ন এলাকা জুড়ে, শুরু হয়েছে পানীয় জল ও খাবারের সংকট,এই মতো অবস্থায় জেলার বিভিন্ন সমাজ সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে ওই দুর্গত মানুষ জনের স্বার্থে,এইদিন কোলাঘাটের সানসাইন অ্যাসোসিয়েশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বন্য কবলিত এলাকার মানুষজনের পানীয় জলের সংকট ও খাবারের সংকট মেটাতে শুকনো খাবার ও জল প্রদান করা হয়, জানা গিয়েছে এই দিন প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী, পাশাপাশি আগামী দিনেও একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে।
এইদিন উপস্থিত ছিলেন আন্দুল কলেজের অধ্যাপক সম্মানীয় নিমাই চাঁদ ডাং মহাশয়, সানসাইন এর সভাপতি সম্মানীয় জিয়াউর রহমান ,সম্পাদক – শিক্ষক সন্মানীয় ইমরান মোঃ,শিক্ষক আকরাম মোহাম্মদ, কুতুবুদ্দিন ,মোয়াজ্জেম হোসেন, ইনজামুল হক, শেখ শফিকুল সাকির, ফিরোজ,তোজাম্মেল সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।