দক্ষিণ দিনাজপুর জেলায় ধীরে ধীরে উঠে আসছে পাঞ্জাবির ওপরে নকশার কাজ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- নতুন প্রজন্মকে দিক দেখাচ্ছে বালুরঘাটের রূপরেখা, পাঞ্জাবির নকশা আঁকা। ধীরে ধীরে জেলায় বাড়ছে চাহিদা। শিল্পীর হাতে তৈরি হচ্ছে পাঞ্জাবি নকশা শিল্প। গঙ্গারামপুরের তাৎ শিল্পের পড়ে জেলায় বাড়ছে পাঞ্জাবির ওপরে নকশা কাজের শিল্প। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলা কে মানা হয় সংস্কৃতি তথা শিল্পত্ত্বর আতুর ঘর। জেলার বিখ্যাত কুসমন্দির মহিষ বাতানের মুখা শিল্প পাশাপাশি গঙ্গারামপুরের তাৎ শিল্প। এবার দক্ষিণ দিনাজপুর জেলায় ধীরে ধীরে উঠে আসছে পাঞ্জাবির ওপরে নকশার কাজ। ঠিক এমনই ছবি ধরা পড়ছে ক্যামেরায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ধীরে ধীরে পাঞ্জাবির ওপর নকশার কাজের প্রচলন বাড়ছে। জানাজায় বালুরঘাট শহরের কোনায় কোনায় ছড়িয়ে আছে শিল্পত্ত্ব। নতুন প্রজন্ম আবারো শিল্প মুখি হচ্ছে , শহর জুড়ে বাড়ছে শিল্পী কার্যকলাপ। বালুরঘাট শহরের রূপরেখা বসাক এই কাজে নিজেকে নিযুক্ত করেছে। পেশায় ছাত্রী তবে নতুন কর্মস্থান দিক দেখাচ্ছে রূপরেখা। নতুন শিল্প কাজে বেশ কিছু মানুষ কে সঙ্গে নিয়ে কাজ করছে। কর্ম স্থান হিসেবে দেখছে সকলে। শুরুতে কম সংখ্যক মানুষ কে নিয়ে কাজ শুরু করলেও পরে টা সংখ্যায় বাড়ছে বলে দাবি। পুজোর আগে মণ্ডপ শিল্পী থেকে মৃৎ শিল্পী সবাই এখন ব্যস্ত ঠিক একই ব্যস্ততা হস্ত শিল্পে। দুর্গা পুজোয় জামা কাপড়ের চাহিদা সবার আগে , পুজোয় নতুন জামা পাশাপাশি নতুন কাজ সব মিলিয়ে এক অসাধারণ বেপার হয়। পুজোর ঠিক আগে চারা দিয়ে উঠছে নতুন পাঞ্জাবি ওপর নকশা তৈরির কাজ। উল্লেখ্য শুধু পুজো নয় সারা বছর চাহিদা থাকে এই কাজে। ধীরে ধীরে বেশ প্রচলন বৃদ্ধি পাচ্ছে কাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *