প্রতিবছর রাজ্য থেকে জেলা একপ্রকার ব্যাপক সারা ফেলে হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা পুজো।

0
121

নিজস্ব সংবাদদাতা, হিলি:- ৫৬ তম বছরে এবার হিলি বিপ্লবী সংঘ, থিম কাল্পনিক। সীমান্ত বর্তি এলাকা হিলি। ক্লাবের পরেই ভারত বাংলাদেশ কাঁটাতার। সামনেই মহালয়া, আর দেরি নেই সময় খুব কম। নীল আকাশ সঙ্গে তুলোর মতন মেঘ মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। কিছুদিন পরেই মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা। উমা আসছে বাপের বাড়ি, ঘরের মেয়ে ঘরে আসছে তোড়জোড় এখন তুঙ্গে। উল্লেখ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোড়জোড় , যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন। কোথাও দেখা মিলছে সাবেকি আনা আবার কোথাও বা থিমের ছোঁয়া। ঠিক একই ছবি ধরা পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোড়জোড়। দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেট পুজো হয়, তারেই মাঝে অন্যতম বিগবাজেট পুজো হিলি বিপ্লবী সংঘ। জানাযায় ৫৬ তম বছরে পদার্পণ করছে হিলি বিপ্লবী সংঘের পুজো। সীমান্ত বর্তি এলকা হিলি , তারমধ্যে অন্যতম ক্লাব হিলি বিল্পবি সংঘ। এবারে থিম বেস পুজো হচ্ছে। জেলা ছাড়িয়ে রাজ্যে নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের। একটি মাত্র পুজো জেলায় যা সীমান্ত বর্তি এলাকায় অবস্থিত। প্রতিবছর রাজ্য থেকে জেলা একপ্রকার ব্যাপক সারা ফেলে এই হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা পুজো। এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো চরম ব্যস্ততা মাঝে কাজ সারছে মন্ডপ শিল্পীরা , পাশাপাশি মন্ডপেই তৈরি হচ্ছে শ্রী শ্রী দুর্গা প্রতিমা। পঞ্চমী টে উদ্বোধন তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলে ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুজো মন্ডপ। নারকেল দড়ি , নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবীর মন্ডপ। এক কথায় বলা যায় এবছর একপ্রকার ব্যাপক সারা ফেলতে চলেছে হিলির বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here