মসলাপট্টির পুজোয় এবছর থাকছে নতুনত্ব। তাদের এবারের থিম ‘সমাহারে সমারোহ’। পিতলের জিনিস পত্র দিয়ে হবে মন্ডপসজ্জা।

0
168

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গোটা বাংলা জুড়ে সর্বত্রই পুজোর আবহ। শুরু হয়েছে আয়োজন৷ জোর কদমে চলছে মন্ডপ সজ্জার কাজ৷ আলিপুরদুয়ারের ফালাকাটার অন‍্যতম মসলাপট্টির পুজোয় এবছর থাকছে নতুনত্ব। তাদের এবারের থিম ‘সমাহারে সমারোহ’। পিতলের জিনিস পত্র দিয়ে হবে মন্ডপসজ্জা। জানা গিয়েছে, প্যান্ডেলের ভেতরে দুটি দুর্গার মুখ মন্ডল থাকবে, যা প্রায় দেড় লক্ষ বেলপাতা আকারে পিতল দিয়ে তৈরি করা হচ্ছে। ভেতরের পরিবেশ আলো ও বিভিন্ন জিনিসের সাহায্যে মায়াবী করে তোলা হবে। এছাড়াও প্যান্ডেলের থাকবে কয়েক হাজার মাটির প্রদীপ। প্যান্ডেলে ২টি বড় হাতির মূর্তি এবং সামনে বড় সুদৃশ্য ঝাড়বাতি। ফালাকাটা মসলাপট্টি সর্বজনীন দুগোৎসব কমিটির তরফে জানা গিয়েছে, পুজোকে কেন্দ্র করে যে সমাহার হয় সেটাই তুলে ধরা হবে। একটি পুজোয় বিভিন্ন উপকরণ যেমন থালা বাসন, কাসর ঘন্টা, ফুল বেলপাতা ইত্যাদি যা থাকে এইসবই থাকছে পুজো মন্ডপে। তবে সব কিছুই হবে পিতলের। প্রত্যেকবারই একাধিক পুরস্কার পেয়ে থাকে মসলাপট্টি। এবারও তার পরিবর্ত হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here