নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২১ সেপ্টেম্বর – পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বুধবার বালুরঘাটে লোক শিল্পীদের পরিচয় পত্র, ভাতা, সরকারি বাসে আংশিক ফ্রীতে ভ্রমণ, সামাজিক সুরক্ষা এবং আর জি করের ঘটনায় দোষীদের শাস্তি সহ বারো দফা দাবিতে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল। এদিন অন্তত পাঁচশো আদিবাসী ও লোক শিল্পীর সদস্যগন বালুরঘাট হাইস্কুল মাঠে জমায়েত হয় প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে । হাইস্কুল মাঠে জমায়েত হয়ে লোক শিল্পীরা বিভিন্ন ভাষাতে গান ও নৃত্য প্রদর্শন করে। পরবর্তীতে হাইস্কুল মাঠ থেকে তারা মিছিল করে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সামনে এসে বিক্ষ দেখায়। জমায়েত থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশনের স্মারক লিপি প্রদান করে।
Home রাজ্য দঃ দিনাজপুর শিল্পীদের পরিচয় পত্র, ভাতা, সরকারি বাসে আংশিক ফ্রীতে ভ্রমণ, সামাজিক সুরক্ষা এবং...