নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আকাশে বাতাসে আগমনীর বার্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর তোড়জোড় শুরু হয়েছে সর্বত্র। আলিপুরদুয়ার শহরের বেলতলা এলাকার স্বামীজী ক্লাবে এবার দুর্গাপুজো উপলক্ষে বড় আয়োজন করা হয়েছে।জানা গিয়েছে, ৭৫ তম বর্ষের পুজোতে বিশেষ আয়োজন তাঁদের। প্রতিমা তৈরি করছেন আলিপুরদুয়ার জেলার এক মৃৎশিল্পী। ৩৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমা চওড়ায় ৩৪ ফুট। পুজো উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে এটি সবচাইতে বড় প্রতিমা হতে চলেছে। দেড় মাস আগের থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে বড় পুজো জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসীদের উপহার দেবেন তারা। পাশাপাশি থাকবে আলোকসজ্জাতে বিশেষ চমক। দর্শণার্থীদের এই পুজো দেখতে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিক দেখা হবে।
Home রাজ্য আলিপুরদুয়ার উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় প্রতিমা হতে চলেছে বেলতলা এলাকার স্বামীজী ক্লাবে।