জেলা পুলিশের উদ্যোগে পড়ুয়াদের প্রদান করা হলো পড়ার সামগ্রী।

0
146

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঁধ ভেঙে বন্যার জলে ভেসে গিয়ে ছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জঁদড়া এলাকা। আর তাতেই সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল পড়ুয়াদের, কেউ পড়ে তৃতীয় শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে কেউ আবার একাদশ বা দশম শ্রেণীতে পড়াশুনা করে। বাঁধ ভেঙে কংসাবতীর জল এলাকায় ঢুকে প্লাবিত করেছে গোটা এলাকা, প্রান বাঁচাতে আশ্রয় নিতে হয়ে ছিল বাঁধের ওপর। তবে বানের জলে ভেসে গিয়ে ছিল পড়াশুনার শিক্ষা সামগ্রী। যার ফলে স্তব্ধ হয়ে পড়ে ছিল তাঁদের শিক্ষার প্রসার। ভারাক্রান্ত মনে ত্রিপলের নিচে এতদিন চুপ করে বসে থাকতে হয়ে ছিল তাঁদের। এলাকা থেকে জল নামলেও ভাসিয়ে নিয়ে গিয়েছে পড়ার সামগ্রী বই, খাতা, পেন, পেনসিল, শূন্য হাতে ভারাক্রান্ত মনে বসে থাকতে হয়েছে স্কুল পড়ুয়াদের। কে দেবে বই, কে বা পড়ার সামগ্রী দিয়ে সাহায্য করবে তাঁদের, চোখে মুখে ছিল একরাশ হতাশা।
কিন্তু হঠাৎ করেই তাঁদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, নতুন করে আবার পড়াশোনার স্বপ্ন দেখতে শুরু করেছে তাঁরা। কারন যে পুলিশ কাকুকে স্কুল পড়ুয়ারা ভয় করে, সেই পুলিশ কাকুই যেন তাঁদের অভিভাবকের দায়িত্ব পালন করল। পাঁশকুড়া পৌরসভা এলাকার ১৮ নং ওয়ার্ডের বানভাসি স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটালো জেলা পুলিশ প্রশাসন। ছোটো ছোটো শিশুরা প্রশাসনের হাত থেকে শিক্ষা সামগ্রী পেয়ে বেজায় খুশি তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here