বাঁকুড়া জেলার সোনামুখীর বি জে হাইস্কুলে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মজয়ন্তী।

আবদুল হাই, বাঁকুড়াঃ মহা ধুমধামের সঙ্গে বাঁকুড়া জেলার সোনামুখীর বি জে হাইস্কুলে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মজয়ন্তী। এদিন স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে , পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে ক্লাসরুমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নাচ, গান ও কবিতা,কুইজ এ অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষকরা বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছে তৎকালীন সময়ে সমাজের প্রতি বিদ্যাসাগরের অবদান ও বিধবা বিবাহ প্রথা চালু করার বিষয়ে আলোচনা করেন। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এদিন স্কুলে বিশেষ মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *