বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত দিঘা চক্রের উদ্যোগে নিমতলা হাইস্কুলের সভাগৃহে আয়োজিত হয় বিজ্ঞান কর্মশালা ও চিত্র প্রদর্শনী।

0
205

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই সাড়ম্বরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত দিঘা চক্রের উদ্যোগে নিমতলা হাইস্কুলের সভাগৃহে আয়োজিত হয় বিজ্ঞান কর্মশালা ও চিত্র প্রদর্শনী। এই দিন দিঘা চক্রের ৬৯ টি স্কুলের মধ্যে মোট ২০টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রীরা বিজ্ঞান মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পাশাপাশি চিত্র প্রদর্শনী শিবিরও আয়োজিত হয়। জানা গিয়েছে, বিজ্ঞান মডেল প্রদর্শনী ও চিত্র প্রদর্শনীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দিঘা চক্রের এস আই কৃষ্ণেন্দু পাল, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, রামনগর ১ ব্লকের এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার নাজিমুল হক, নিমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার, শিক্ষক শান্তনু কুন্ডু, তরুণ দাস, সুরেশ পাত্র, গীতা দাস, রামকৃষ্ণ জানা, ফারুক খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here