আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রাচীন পুজো, সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আগমনীর বার্তায় মুখর প্রকৃতি।চলছে প্রস্তুতি।বর্ষার শ‍্যাওলা সরিয়ে রঙ চরছে ঠাকুর দালানে।আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির সদস‍্যরা ব‍্যস্ত প্রাচীন দুর্গা পুজোর আয়োজনে। পুজোর বাকি আর হাতে গোনা আর কয়েকদিন। ব‍্যস্ততা তুঙ্গে জেলা জুড়ে।আলিপুরদুয়ারের চৌধুরী বাড়ির পুজো প্রাচীন পুজো।সেন বংশের আমল থেকে হয়ে আসছে এই পুজো। পূর্বে অবিভক্ত বাংলার নদীয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু হয়।এরপর বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংহে চলে যান চৌধুরী পরিবার। কাঠালগ্রামে শুরু হয় আবার করে পুজো।তারপর সেখান থেকে আলিপুরদুয়ারে চলে আসেন তরুণ চৌধুরীরা। তরুণ চৌধুরী জানান,”ঠাকুরদালান পরিস্কারের কাজ চলছে।নিয়ম অনুযায়ী বাড়িতেই দুর্গামূর্তি তৈরির কাজ চলছে।মহালয়াতে সময় দেখে চক্ষুদান করা হবে দেবীর।বিদেশের থেকে পরিজনেরা সেদিন প্রবেশ করবেন বাড়িতে।” জানা গিয়েছে, অষ্টমীর দিন দুর্গামন্ডপে কালীপুজো করা হয়।যা এই পুজোর অন‍্যতম বৈশিষ্ট্য। এই চৌধুরী পরিবারের অনেক সদস্য দেশে ও বিদেশে কর্মরত। কলকাতা, দিল্লি ও অস্ট্রেলিয়ায় রয়েছে পরিবারের সদস্যরা। পুজোর সময় সবাই মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *