দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবার শারদ উৎসবে সৃজনী সংঘ বাঁকুড়ার ডোকরা শিল্প দিয়ে তাদের মন্ডপকে সাজিয়ে তুলতে চাইছে। মন্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে মাস খানেক আগে বাঁকুড়ার ডোকরা শিল্পের সাথে সাজুজ্য রেখে দুর্গা প্রতিমা ও তৈরি করছেন স্থানীয় শিল্পীরাই। সৃজনী সংঘ তাদের নিজস্ব পূজার মাঠে এবার বাঁকুড়ার একটি গ্রাম্য উৎসবকে ফুটিয়ে তুলতে চাইছে ডোকরা শিল্পের মাধ্যমে, যেখানে মোট ৭০ টি মডেল ব্যবহার করা হবে। গরুর গাড়ি, পালকি, সানাই বাদক থেকে শুরু করে একটি উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয় সেই বিষয়গুলিকেই ফুটিয়ে তোলা হবে মন্ডপের সামনে।
সুদূর মেদিনীপুর থেকে ১২ জন শিল্পী বালুরঘাটে এসেছেন মাসখানেক আগে। দিন রাত এক করে তারা মন্ডপ সাজিয়ে তুলছেন। ডোকরা শিল্প দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন ভাবনা।