শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম “পার্বণ প্রিয় বাঙালি”।

0
151

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- কাশফুলের পেঁজা তুলোর চাদর, শরতের হিমেল হাওয়াই বলে দেয় মায়ের আগমনী বার্তার সূচনা। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রত্যেকটি পুজো কমিটি তাদের মন্ডপ তৈরিতে ব্যস্ত এবং দর্শনার্থীদের থিমের বাহার দিতে ব্যস্ত। আর শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবার মেতেছে “পার্বণ প্রিয় বাঙালি” থিমে। বেশ কয়েক বছর ধরে তারা বিশ্ববাংলা শারদ সম্মানে ভূষিত হয়েছে। কখনও “মাতৃঋণ” কখন বা “নারীশক্তি” আবার কখন বা “নবান্ন” বিভিন্ন থিমের বাহার দিয়েই দর্শনার্থীদের মন জয় করেছে। কথায় আছে ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। তাই শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম “পার্বণ প্রিয় বাঙালি”। মন্ডপ তৈরির প্রস্তুতি তুঙ্গে মন্ডপের প্রত্যেকটি কোনায় কোনায় ফুটিয়ে তোলা হবে “বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণ”। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদক দেবব্রত কর্মকার বলেন ” এ বছর আমাদের পূজো 16 তম বর্ষে পদার্পণ করলো। প্রতিবছরেই আমাদের কিছু না কিছু অ্যাটট্রাকশন থাকে থিমের মধ্যে। এবছরও বাঙালির বারো মাসে তেরো পার্বণের কথা মাথায় রেখেই এই থিম করা হয়েছে। আমরা আশা রাখি আট থেকে আসি প্রত্যেকেই এই থিম উপভোগ করবে।”
দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জি বলেন ” পুজোর প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে। অন্যান্য বছর যেরকম একটা বার্তা দেওয়া হয়। এবারও আমাদের থিমের মধ্যে বাঙালি বারো মাসে তেরো পার্বণ নিয়ে বার্তা থাকছে। দর্শনার্থীরা এবারো খুব উপভোগ করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here