আর তিনদিন বাদে মহালয়া, দেবী পক্ষের সূচনা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  আগামী ২ রা অক্টোবর মহালয়া, হাতে আর মাত্র তিনদিন বাকি। আর মহালয়া মানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণর ভদ্রর কন্ঠে চণ্ডীপাঠ। তবে
বর্তমানে এই কম্পিউটার–ল্যাপটপ–স্মার্টফোন–টিভির যুগে যেন হারিয়ে গেছে গ্রামগঞ্জের মানুষের দুঃসময়ের বার্তাবাহক বাঙালির চিরাচরিত সেই রেডিও। বর্তমানে মুঠোফোন ও টিভির কারণে রেডিওর অনুষ্ঠান জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। কালের নিয়মে তালের সাথে তাল না মেলাতে পেরে ও বিজ্ঞানের অগ্রগতিতে পিছিয়ে গেছে একসময়ে দেশের অন্যতম সেরা গণমাধ্যম সেই রেডিও। স্মার্টফোনের যুগে কদর হারালেও গ্রামাঞ্চলে আজও বহু মানুষের নিত্যসঙ্গী এই রেডিও। প্রসঙ্গত নিত্যদিনের খবরা-খবরের এক মাত্র মাধ্যম ছিলো রেডিও। আর তিনদিন বাদে মহালয়া, দেবী পক্ষের সূচনা। প্রচলন রয়েছে মহালয়া নাকি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কন্ঠে না শুনলে সেটা অসমাপ্ত, আর তারসঙ্গে সাথ চিরাচরিত রেডিও। কালের নিয়মে রেডিও আজ অবসর নিলেও শহর জুড়ে কিছু সংখ্যক প্রবীণ আজও রেডিও কে অবসর দেননি। ঠিক এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। সামনে মহালয়া ঠিক তার আগে রেডিও কে ধোয়া মোছা করে রেডি করছে। উল্লেখ্য রেডিওতে মহালয়া শুনবে। পাশাপাশি এক সাইকেল মেকার রেডিও চালিয়ে কাজ করেন। জানাযায় রেডিও চালিয়ে কাজ করলে নাকি সে কাজ করে মজা পায় , আর তিনদিন পরেই মহালয়া। সেই রেডিও তে মহালায় শুনবে। শহর জুড়ে ক্যামেরা ঘুরছে। তারেই মাঝে ঠিক এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আর বেশি দেরি নেই দুর্গা পুজোর, উমা আসছে বাপের বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *