বাঁকুড়া শহরের গৃহবধূ অর্পিতা সরকার, এবার তার চমক, পরিত্যক্ত আখের ছিবড়া দিয়ে দুর্গা প্রতিমার তৈরি।

আবদুল হাই, বাঁকুড়াঃ- ফেলে দিয়া আবর্জনা অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে প্রতিমা তৈরী করাটাই যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বাঁকুড়া শহরের গৃহবধূ অর্পিতা সরকার, এবার তার চমক, পরিত্যক্ত আখের ছিবড়া দিয়ে দুর্গা প্রতিমার তৈরি।
অর্পিতা সরকার, বাড়ি বাঁকুড়া শহরে। তিনি বিগত কয়েক বছর সংসারে যাবতীয় কাজকর্ম সামলে অবসর সময়ে ফেলে দেয়া বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করে চলেছেন প্রতিমা।
কখনো তেজপাতা দিয়ে, কখনো ভুট্টার খোসা কখনো বা রসুনের খোসা দিয়ে প্রতিমা তৈরি করে ইতিপূর্বেই সবার নজর কেড়েছেন, এবার তিনি দুর্গা প্রতিমা তৈরি করেছেন আখের ছিবড়া দিয়ে। অবশ্য এবার দুর্গা প্রতিমার একই অঙ্গে ফুটিয়ে তুলেছেন দুর্গতিনাশিনী মা দুর্গার রূপ আবার তুলে ধরেছেন নির্যাতিতা নারীর বিমর্ষ প্রতিচ্ছবি।
এই প্রেক্ষাপটে অর্পিতা দেবীর প্রতিক্রিয়া,- সম্প্রীতি আরজি করে মর্মান্তিক খুনের ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল আর সেই কারণেই প্রতিমার অঙ্গে এই রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *