নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটী এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলীঘাট,সুতইল,বাসোর,সুড়সুড়ি, গোনাহর সহ বিস্তৃণ এলাকা।সেইসঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
প্রসঙ্গত গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ক্ষেপে উঠেছে পুনর্ভবা নদী।বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে সোমবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটী এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙ্গে। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙ্গার ঘটনা সামনে আসতেই প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন।তাদের অভিযোগ সঠিক সময়ে বাঁধ মেরামতি না হবার কারণে প্রতিবছর দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষজনকে।এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান।
যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মহাদেব বর্মন ।