আজ দুবরাজপুরে একটি অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হল।

0
49

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- রাত পোহালেই মহালয়া। আর এই মহালয়ার পুণ্যলগ্নে বীরভূম জেলার দুবরাজপুরে আনন্দের খবর। আজ দুবরাজপুরে একটি অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হল। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের অধীনে দূর সঞ্চার পদ্ধতিতে দুবরাজপুর অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈদগাহ পাড়া ও আলিপুরদুয়ার জেলার বীরপাড়া নিয়ে মোট দুটি অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আনুমানিক ৪ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে দুবরাজপুরে অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্র তৈরি করা হয়। এখানে দমকলের দুটি ইঞ্জিন থাকবে এবং ফায়ার স্টেশন ইনচার্জ সহ কয়েকজন দমকল কর্মী থাকবেন বলে জানান দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার। উল্লেখ্য, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই দমকল কেন্দ্রের শিলান্যাস করেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলাশাসক বিধান রায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, সদর মহকুমা শাসক সুপ্রতীক সিং, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দমকল বিভাগের আধিকারিক রতন কুমার হালদার, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার এবং দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। জানা যায়, বীরভূম জেলার সিউড়ি, বোলপুর রামপুরহাট এবং সাঁইথিয়াতে ফায়ার স্টেশন আছে। এবার দুবরাজপুরেও উদ্বোধন হয়ে গেল অগ্নি নির্বাপণ পরিষেবা কেন্দ্রের। এই অগ্নি নির্বাপণ কেন্দ্রের উদ্বোধন হওয়ায় দুবরাজপুর ছাড়াও ঝাড়খন্ড সীমান্তবর্তী রাজনগর,খয়রাশোল, লোকপুর, কাঁকড়তলার মতো এলাকার মানুষের সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here