পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তিলোত্তমার বিচার সহ রাজ্য সরকারের একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বাম সংগঠনের DYFI ছাত্র-যুব সংগঠনের ডাকে জেলা সম্মেলনের ডাক দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন DYFI ছাত্র-যুব সংগঠনের রাজ্য সম্পাদিকা তথা দাপুটে নেত্রী মীনাক্ষী মুখার্জী, ছিলেন একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব,এই দিন তিলোত্তমার বিচার সহ শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মিছিল করা হয়,অবশেষে জেলা সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় বাম সংগঠনের এই কর্মসূচি, এইদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শাসকদলের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে নিশানা করলেন মীনাক্ষী মুখার্জি, ফের ডাক্তারদের কর্মবিরতি নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন, আরজিকর কাণ্ডের পর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ নো সেফটি নট ডিউটি এই স্লোগানকে সামনে রেখে কর্ম বিরতির ডাক দেয় ডাক্তাররা, কিন্তু রাজ্য সরকার সেই কর্ম বিরতির সময় বারে বারে তাদের ডাকলেন তাদের চা খেতে বললেন ভিজতে বারণ করলেন কিন্তু সেফটি দিতে পারছেন না, কারণ সেফটি দিলে কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই মুখোশ খুলে যাবে, এতদিন যা ঘটনা ঘটেছে তার কি সঠিক বিচার হয়েছে, তাহলে আন্দোলন ছাড়া কি উপায় আছে, আন্দোলনকারীরা যেমন আন্দোলন করতে ক্লান্ত হচ্ছে না, ঠিক তেমন দোষীদের আড়াল করতে সরকার কিন্তু আক্রান্ত হচ্ছে না ঠিক এভাবেই রাজ্যকে নিশানা করলেন মীনাক্ষী মুখার্জি।