দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিন দিনাজপুর জেলার আত্রেয়ী নদীতে ভোর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ তর্পণ করতে এসেছেন। পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। আজ মহালয়া। পিতৃ পুরুষের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভোর থেকেই আত্রয়ী নদীতে তর্পণক করার ভীড় । জেলার বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের বহু মানুষ আত্রেয়ী নদে দাঁড়িয়ে তর্পণ করেন এবং পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনার্থে জল দেন। ভোর থেকেই নজরদারি চালাচ্ছে বালুরঘাট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী।
Home রাজ্য দঃ দিনাজপুর বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের বহু মানুষ আত্রেয়ী নদে দাঁড়িয়ে তর্পণ করেন এবং...