নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- “আহা কী আনন্দ আকাশে বাতাসে” এই সুরই শোনা যাচ্ছে সর্বত্র। কারণ কাশফুলের দোলা আর মেঘের আনাগোনা জানান দিচ্ছে পুজো এখন দুয়ারে এসে গেছে। ঢাকের বোল কখন ফুটবে পুজো প্রাঙ্গনে তাই নিয়ে অপেক্ষায় আমবাঙালি। আর অপরদিকে পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাৎ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল ফালাকাটা ব্লকের জটেশ্বর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সত্যজিৎ হাজরা। জটেশ্বর কলেজপাড়ার এই খুদে শিল্পী বর্তমানে ব্যস্ত প্রতিমার শেষ পর্যায়ে কাজে। এই বয়সেই তার শিল্পীসত্তা দেখে হতবাক স্থানীয়রা। তাঁরা চাইছেন, খুদে শিল্পীর এই সৃষ্টি স্বীকৃতি পাক। জানা গিয়েছে, ছোট্ট ছেলের বানানো প্রতিমাকেই পুজো করবে হাজরা পরিবার। সত্যজিৎ বয়স মাত্র ১২ বছর। তবে তার প্রতিভা একজন পরিণত মানুষের প্রতিভাকে হার মানায়। জানা গিয়েছে, মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে সত্যজিৎ কে সহযোগিতা করে পরিবারের সদস্যরা। এখন সে প্রতিমায় শেষ পর্যায়ের কাজে ব্যস্ত। এদিন সত্যজিৎ বলে, ছোট থেকেই মাটি দিয়ে খেলতে খেলতে পুতুল বানাই।সেখান থেকেই আগ্রহ জন্মায়। পড়াশুনা, খেলাধূলার পাশাপাশি সমান তালে চলেছে প্রতিমা নির্মাণের কাজ। মাটি, খড়, সুতো,কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে সে। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভালো লাগে। এ কাজে পরিবারের সকলেই সহযোগিতা করেন বলে জানিয়েছে সে। সত্যজিৎ, খুব নিপুণ ভাবে সিংহ থেকে অসুর- সবই ফুটিয়ে তুলেছে।