বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে কিছুটা অস্বস্তির মুখে পড়তে হলো সাংসদ মৌসুম নূর’কে।

নিজস্ব সংবাদদাতা, রতুয়া, ৩ অক্টোবর : – বৃহস্পতিবার রতুয়ার মহানন্দটোলা ও বিলাইমারি বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি করতে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সঙ্গে ছিলেন জেলা পরিষদের শিক্ষা-কর্মাধ্যক্ষ ফজলুল হক, জেলা পরিষদের সদস্যা দেওয়ানা পারভিন, জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ দলের অন্যান্য নেতা কর্মী। তবে এদিন সকলের ঝুলিতে জুটেনি ত্রাণ। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে কিছুটা অস্বস্তির মুখে পড়তে হয় সাংসদকে। বেশিরভাগ দূর্গত মানুষ ত্রাণ না পেয়ে ক্ষোভ উগড়ে দেন। শুরু হয় বিক্ষোভ। ত্রাণ না পেয়ে তাদের খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়।
রাজ্যসভার সাংসদ মৌসম নূরের বক্তব্য আমরা ব্যক্তিগত উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে এসেছিলাম। এখানে ত্রাণ নিতে প্রচুর মানুষ চলে এসেছিলেন। সরকারিভাবে আরও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। কেউ খালি হাতে ফিরে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *