সুখময় মণ্ডল,খানাকুল,হুগলি:- ২ অক্টোবর, মহালয়ার পূণ্যলগ্নে,গান্ধী জয়ন্তীতে বন্যা কবলিত হুগলির খানাকুললের জগৎপুর এলাকায় প্রায় তিন শতাধিক বন্যা কবলিতদের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করলেন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি WBCUPA. এই জনহিতকর কাজে নিজ হাতে ত্রাণ বিতরণে ছিলেন WBCUPA রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মনোজিৎ মণ্ডল ও সহযোগী সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন, এছাড়া ছিলেন ওয়েবকুপার সদস্য অধ্যাপক সায়ন মুখার্জী,অধ্যাপক দীপেন বিশ্বাস,অধ্যাপক হারাধণ মাইতি,অধ্যাপক রাহুল দেব বিশ্বাস ,অধ্যাপক ইন্দজিৎ হালদার।এছাড়া ছিলেন খানাকুলের প্ৰাক্তন পঞ্চায়েত মেম্বার রমেশ দলুই,অনুপ আদক সহ এলাকাবাসী। WBCUPA -র রাজ্য সভাপতি অধ্যাপক ব্রাত্য বসুর অনুপ্রেরণায় সংগঠনের কয়েকজন একনিষ্ঠ অধ্যাপক কলকাতা থেকে একটি ম্যাটাডোর ও একটি গাড়ি করে চিড়ে,গুড, মুড়ি,কেক,বিস্কুট,বেবীফুড, চকলেট প্রভৃতি সামগ্রী বন্যা বিধ্বস্ত মানুষের হাতে তুলে দিয়ে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ওয়েবকুপা তার জন্য বন্যা কবলিত এলাকাবাসীর মনে যেমন খুশির হাওয়া বয়ে গেল তেমনি সামাজিক দায়বদ্ধতা পালনের যে নজির সৃষ্টির করলেন তারা ও তাদের রাজ্য সভাপতি ,সম্পাদক প্ৰশংসার দাবী রাখেন বলে মনে করছেন এলাকাবাসী।
ত্রাণসামগ্রী বিতরণ করলেন পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি WBCUPA












Leave a Reply