নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– পুজোর মুখে নজরে ফের আলিপুরদুয়ার শহরের হোটেল রেস্তোরা ও বিরিয়ানির দোকানে অভিযান মহকুমা শাসকের। মহকুমা শাসকের এই অভিযানে শহর জুড়ে চাঞ্চল্য। মিলেছে পচা সবজি বলে দাবি, মহকুমা শাসক বিপ্লব সরকারের। এদিন আচমকা আলিপুরদুয়ার শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাতে অভিযান শুরু করেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। হোটেল রেস্তোরার পাশাপাশি বিরিয়ানির দোকানেও অভিযান চালান তিনি।
মহকুমা শাসকের এই অভিযানে শহর জুড়ে চাঞ্চল্য, মিলেছে পচা সবজি বলে দাবি, মহকুমা শাসক বিপ্লব সরকারের।

Leave a Reply