পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় কাসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার একাধিক এলাকা জলের তলায় চলে যায়। এরপরে আবারও নিম্নচাপের ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয় আবারো জলস্তর বাড়তে থাকে পাঁশকুড়া এলাকায়। পাঁশকুড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং পাঁশকুড়া ব্লকের বেশ কিছুটা অংশ এখনো জলবন্দী থাকায় সাধারণ মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শনিবার পুরোদীপুর জেলার রেডক্রস সোসাইটির উদ্যোগে ও তাম্রলিপ্ত আদি সার্বজনীন পুজো কমিটির সহযোগিতায় পাঁশকুড়া জলবন্দি মানুষদের তুলে দেওয়া হয় রান্না করা এবং শুকনো খাওয়ার। এদিন উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার,পাঁশকুড়ার বিডিও অমিত কুমার মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলার রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ ও তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলররা। এদিন শুকনো খাওয়ার দেওয়ার পাশাপাশি তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পের ও আয়োজন করা হয়, এবং স্থানীয় মহিলাদের হাতে তুলে দেয়া হয় স্যানিটারি ন্যাপকিন।
শুধুমাত্র খাওয়ার নয় এলাকা থেকে জল নিকাশি করে জল বের করার বন্দোবস্ত করতে হবে এমনটাই দাবি জানান স্থানীয় বাসিন্দারা।