পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা তৃণমূল কংগ্রেস বুথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করেন, এই রক্তদান শিবিরের যার শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কালিপদ সরেন, এছাড়াও উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,অঞ্জনা মাহাতো সহ অন্যান্য জেলা ব্লক ও বুথ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।