নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–রাজ্য সরকারের দুর্গাপুজো বাবদ অনুদানের অর্থ দিয়ে এলাকাবাসীর জন্য অভিনব উদ্যোগ নিল জটেশ্বর হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লী দুর্গোৎসব কমিটি। জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘ বহুদিন ধরে পথবাতি বিকল হয়ে পড়েছিল। ফলে সন্ধ্যায় নামার পরই ওই রাস্তা অন্ধকারে ডুবে থাকত। যার জেরে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এই এলাকাবাসীর কথা মাথায় রেখে পথবাতি লাগানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লী দুর্গোৎসব কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।