নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১নং অঞ্চল তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন হল। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তৃনমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম সহ নেতৃত্ব। জাঁকজমক উদ্বোধন উপলক্ষ্যে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও দুর্গা পুজো উপলক্ষে প্রায় আড়াই শো জন দুঃস্থ দের নতুন বস্ত্র বিতরণ করা হয়।