নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে রয়েছে, ফালাকাটা ব্লকের জটেশ্বর বিধাননগর দুর্গাপুজো কমিটির পুজো। এদিন পুজো প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সমগ্র অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও অনিক রায়, ছিলেন ফালাকাটা পঞ্চয়েত সমিতির সভাপতি সুভাষ রায়, জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার, ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় দাস, দেবজিৎ পাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী উদ্বোধনের পর প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।