স্বেচ্ছাসেবী সংস্থা “আমার পাঠাশালা”-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্রবিতরণ, পাঠশালার বার্ষিক পত্রিকা “স্রোতস্বিনী”-র শুভ উদ্বোধন এবং “পুষ্টির দিশা” কর্মসূচি l

0
316

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন গোদা তালপুকুরে স্বেচ্ছাসেবী সংস্থা “আমার পাঠাশালা”-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্রবিতরণ, পাঠশালার বার্ষিক পত্রিকা “স্রোতস্বিনী”-র শুভ উদ্বোধন এবং “পুষ্টির দিশা” কর্মসূচি l অনুষ্ঠানে পাঠশালার ৫০ জন পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিশুদের হাতে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে নূতন পরিধেয় পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে কলা, কমলালেবু, খেজুর, লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে “পুষ্টির দিশা” কর্মসূচি পালিত হয় ও সেইসঙ্গে পাঠশালার তৃতীয় বার্ষিক শারদীয়া পত্রিকা “স্রোতস্বিনী”-র শুভ উদ্বোধন হয় l পত্রিকাটির শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত l উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী, বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালিশঙ্কর বিশ্বাস, কামরুজ্জামান চোধুরী, তপন পাল, স্বরাজ কুমার পাল, মোশারফ হোসেন, সৌরভ পাঁজা, মিন্টু পান্ডে এবং সন্দীপ পাঠক l অনুষ্ঠানে পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তির পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান “আমার পাঠশালা”-র সম্পাদক সন্দীপ পাঠক l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here