অভাব অনটনে জর্জরিত সংসারে দুই ছেলের জন্মান্ধ, সেলুন চালিয়ে সারাদিন যেটুকু রোজগার করে তাই দিয়ে চলে কোনমতে সংসার।

0
22

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি এলাকার দুই সন্তানের জনক উদয় বেজের নিজস্ব জমি জায়গা বলতে নেই কিছুই, আছে গোবিন্দপুর বাজারে একটি ছোট্ট ভাঙাচোরা সেলুন, যে সেলুন চালিয়ে সারাদিন যেটুকু রোজগার করে তাই দিয়ে চলে কোনমতে সংসার।
অভাব অনটনে জর্জরিত সংসারে দুই ছেলের জন্মান্ধ বড় ছেলের বয়স ২৪ বছর, ছোট ছেলে থাকে পিসির বাড়িতে দুটো খাবার আর সামান্য লেখাপড়া করার তাগিদে।
উদয় ভেজ, এমন একজন হতভাগ্য পিতা যে জন্মাদ্ধ ২৪ বছরের সন্তানকে দিতে পারেনি বাঙালির শ্রেষ্ঠ উৎসবের এক টুকরো নতুন সুতো অথচ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের আজ মহা পঞ্চমী, যখন এলাকার অন্যান্য পরিবার গুলিতে উৎসবের আনন্দে মেতে উঠেছে কচিকাঁচা থেকে বড়রা তখন উদয় বেজের পরিবারে দারিদ্র্যের কালো মেঘ জমাট বেঁধে আছে দিনরাত।
সংসার চালিয়ে উদ্বৃত্ত অর্থ বলতে কিছুই নেই যা দিয়ে সন্তানদের আসতে পারে নতুন জামা কাপড়, পুজোর কটা দিন হতে পারে একটু ভালো-মন্দ খাবার।
কোনমতে সংসার চালানো উদয় বেজের কাছে তাই উৎসব যেন রাশি রাশি বিষাদের আধাঁর নিয়ে বিরাজ করছে তার শরীর ও মনে।
উত্তরণের পথ নেই, নেই উদ্ধারের উপায়, নিরুপায় উদয় বেজ তাই হতদরিদ্র ঘরে বসে ফেলে দিন রাত দীর্ঘশ্বাস আর করে হাহাকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here