মালদা শহরের পুড়াটুলি বাঁধরোড প্রতিবেশি সমিতির পুজো উদ্বোধনে ডুপ্লিকেট শচীন।

0
142

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদায় পুজোর উদ্বোধন করলেন শচীন! তবে আসল শচীন তেন্ডুলকর নয়। ডুপ্লিকেট শচীন। সোমবার চতুর্থীর সন্ধ্যায় এমনই নজরকাড়া পুজো উদ্বোধনের ছবি নজরে এল মালদা শহরের পুড়াটুলি বাঁধরোড প্রতিবেশি সমিতির পুজো উদ্বোধনে। উদ্বোধনী অনুষ্ঠানে ডুপ্লিকেট শচীন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।
প্রতিবেশী ক্লাবের এবারে তাদের তারাপীঠের আদলে মন্ডপ ও সাবেকি মা দুর্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here